ওয়েব ডেস্ক: কাল ভোরে বাঁকুড়া শহরে পৌঁছবে সুভাষ পালের দেহ। জেলার প্রথম এভারেস্ট জয়ী পর্বতারোহীকে চির বিদায় জানাতে গার্ড অফ অনার দেবে বাঁকুড়া জেলা পুলিস। শোক বিহ্বল গোটা জেলা। 


 তার আগে দেহ নিয়ে শহর পরিক্রমার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাব। চোখের জলে  ঘরের ছেলেকে বিদায় জানাতে অধীর অপেক্ষায় রয়েছেন সুভাষ পালের পরিবারের সদস্যরাও। প্রকৃতির সঙ্গে লড়াই করে, রবিবার সুভাষ পালের দেহ উদ্ধার করে বেস ক্যাম্পে নামিয়ে আনেন শেরপারা।  সুভাষ পালের ক্যামেরায় মিলেছে তাঁর  শৃঙ্গ জয়ের  বিরল মুহুর্তের ছবি।