ওয়েব ডেস্ক: আয়লার পর সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে নদীবাঁধের অবস্থা বেশ উদ্বেগজনক। বহু এলাকায় এখনও তৈরি হয়নি কংক্রিটের বাঁধ। ভাঙন রুখতে কোথাও ইঁটের বাঁধ তো কোথাও বালির বস্তা ফেলে অস্থায়ী বাঁধ তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। অথচ সেগুলোর অবস্থাও ভাল নয়। জলোচ্ছ্বাসে যে কোনও সময় অস্থায়ী বাঁধ ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে বর্ষার মুখে যথেষ্ট দুশ্চিন্তায় কুলতলির উলবাড়ির দেবীপুর গ্রামে বাসিন্দারা। মাতলার পশ্চিম পাড়ে, বাঁধের ধারেই বসবাস করছে বহু পরিবার। তাঁদের অভিযোগ, প্রশাসনকে জানানোর পরেও মেরামতের কোনও উদ্যোগ দেখা যায়নি। তাই ভাঙনের আতঙ্ক তাঁদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।