ওয়েব ডেস্ক: এমপিএস সহ প্রায় একশোটি চিটফান্ড কোম্পানির আমানতকারীদের টাকা ফেরাতে আর বাধা রইল না হাইকোর্টের গড়া কমিটির। সম্পত্তি বিক্রি নিয়ে কমিটির এক্তিয়ারের প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। তবে ইডির আবেদনই গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। ইডির দাবি ছিল, সম্পত্তি বিক্রির যাবতীয় ক্ষমতা একমাত্র ইডিরই আছে। তাই এই কমিটি বাতিল করতে হবে দেশের সর্বোচ্চ আদালতকে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, হাইকোর্টের গড়ে দেওয়া কমিটি চিটফান্ডের সম্পত্তি বিক্রি করতে পারবে। ফেরত দিতে পারবে আমানতকারীদের টাকা। ইডি তাদের আবেদনে বলে  আইন অনুযায়ী চিটফান্ড কোম্পানির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারে না।