ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গে বন্ধ ছটি চাবাগান নিলামের ভাবনা রাজ্যের। আজ আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকের পর  মুখ্যমন্ত্রী জানান, বেশ কিছুদিন ধরেই ওই বাগানগুলি বন্ধ রয়েছে। শ্রমিকদের স্বার্থেই বাগানগুলি অধিগ্রহণ করবে রাজ্য। অধিগ্রহণের পর নিলাম করা হবে বাগানগুলি।


ভোটের আগে রাজ্যের বেশ কয়েকটি চা বাগান অধিগ্রহণ করেছিল কেন্দ্র। অথচ সেগুলিকে ত্রিশঙ্কু অবস্থায় রেখে দেওয়া হয়েছে। কেন্দ্র দ্রুত ব্যবস্থা নিক ওই বাগানগুলি সম্পর্কে। আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী। বোঝা যাচ্ছে চা বাগানগুলো নিয়ে এবার নড়েচড়ে বসছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে চা বাগানের সমস্যা মেটাতে স্বচেষ্ট হয়েছেন।