রাজ্য সরকার এবং চা বাগান মালিকদের অনড় মনোভাবের প্রতিবাদ। এবার আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিল উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকরা। বৃহস্পতিবার থেকে তরাই অঞ্চলে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার রিলে অনশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরবঙ্গের চা বাগানের প্রায় চার লক্ষ শ্রমিকদের বেহাল অবস্থার প্রতি রাজ্য সরকারের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নূন্যতম মজরি ধার্য করার দাবিতে শ্রমিক সংগঠনগুলির লাগাতার আন্দোলন চলছে। এ অবস্থায় রাজ্য সরকার আটবার ত্রিপাক্ষিক বৈঠক ডাকলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, মালিকদের চাপে রাজ্য সরকার নূন্যতম মজুরি ধার্য করতে চাইছে না। প্রতিবাদে বৃহস্পতিবার আঠাশটি সংগঠনের জয়েন্ট ফোরাম শিলিগুড়িতে জরুরি বৈঠকের ডাক দিয়েছিল। সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের কথা ঘোষণা করা হয়।


গতকাল থেকেই তরাই এলাকায় তিন দিনের রিলে অনশন শুরু করেছেন চা শ্রমিকরা। সোমবার মিছিলের ডাক দেওয়া হয়েছে। চা শিল্পের বেহাল অবস্থা নিয়ে কেন্দ্র ও টি বোর্ডের কড়া সমালোচনা করে জয়েন্ট ফোরাম।