ওয়েব ডেস্ক: স্কুলের মধ্যেই ছাত্রকে বেধড়ক মার শিক্ষকের। ক্লাস সিক্সের ওই ছাত্রের ছাত্রের অপরাধ, স্কুলের দেওয়া ইউনিফর্ম পড়ে আসেনি সে। অভিযোগ, তারই শাস্তি পেতে হল মার খেয়ে। এর জেরে অজ্ঞানও হয়ে যায় ওই ছাত্র। ক্যানিংয়ের রায়বাঘিনী হাইস্কুলের এই ঘটনায় অসুস্থ ওই ছাত্র এখন হাসপাতালে ভর্তি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্লাস সিক্সের জাহাঙ্গির লস্করকে বুধবার স্কুল থেকে সোজা নিয়ে ছুটতে হল হাসপাতালে। অভিযোগ, রায়বাঘিনী হাইস্কুলের এই ছাত্রকে এদিন স্কুলের মধ্যেই মারধর করেন ভোলা মণ্ডল নামে এক শিক্ষক। কারণ, এদিন সে স্কুলের দেওয়া ইউনিফর্ম পড়ে আসেনি।


ছাত্রের পরিবারের অভিযোগ, জাহাঙ্গিরকে দেওয়া ইউনিফর্মটি ছিল পুরনো এবং ছেঁড়া। একথা জানাতে এদিন স্কুলেও যান ওই ছাত্রের মা। তখনই তাঁর নজরে আসে মারধরের বিষয়টি। স্কুল কর্তৃপক্ষ মারধরের অভিযোগ মানতে নারাজ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবার।