ওয়েব ডেস্ক: ফের পুলিসের জালে জঙ্গিদের লিঙ্কম্যান হিসেবে কাজ করা কুখ্যাত দুষ্কৃতী আব্দুল বাকি মণ্ডল। বসিরহাটের সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৫ সালে অযোধ্যায় জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার হয় আব্দুল বাকি মণ্ডল। হামলায় যুক্ত জঙ্গিদের এদেশে ঢুকতে সাহায্য করার অপরাধে সাত বছর তিহার জেলে বন্দি ছিল আব্দুল।


এদিন ২৯ কেজি গাজা সহ আব্দুলকে হাতেনাতে ধরে ফেলে পুলিস। আব্দুল মণ্ডলের ভূমিকা খতিয়ে দেখতে  তাকে নিজেদের হেফাজতে নিতে চাইছে পুলিস। আগামী কাল আব্দুল বাকি মণ্ডলকে বারাসত আদালতে পেশ করা হবে।


খাগড়াগড় কাণ্ডে চার্জ গঠন করল এনআইএ