ওয়েব ডেস্ক : আজ ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের জন্ম মহোত্‍সব। বেলুড়মঠে সকাল থেকেই একাধিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে দিনটি। বেদপাঠ দিয়ে অনুষ্ঠানের সূচনা। তারপর স্তবগান, ভজন। রামকৃষ্ণের পুঁথি থেকে পাঠ ও ব্যাখ্যা। এরপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ সন্ধ্যারতির পর গঙ্গায় আতশবাজির শো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রামকৃষ্ণ জন্মোত্‍সবে বেলুড় মঠের অন্যতম আকর্ষণ রামকৃষ্ণ মেলা। মঠ প্রাঙ্গনজুড়ে হরেক পসরার সম্ভার। তাতে ধর্মপুস্তক যেমন রয়েছে তেমনই মিষ্টি ও তেলেভাজার স্টলও রয়েছে। রামকৃষ্ণের জন্মতিথিতে বেলুড়ে আসা ভক্তদের কাছে বাড়তি পাওনা এই মেলা। বছরে শুধু এই দিনটিতেই বেলুড় মঠে মেলা বসে।


আরও পড়ুন, গঙ্গার তলায় মেট্রো সুড়ঙ্গের খোঁড়াখুঁড়ি শুরু হতে বাকি মাত্র ২০ দিন