ওয়েব ডেস্ক: শিক্ষকের পর এবার মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণের রোষে মালদার গৌড় কলেজের এক ছাত্র। ফেসবুকে  খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর বিরুদ্ধে একটি লেখা


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শেয়ার করেন  প্রথম বর্ষের ছাত্র অমিয় ঘোষ। অভিযোগ, তারপর থেকেই শুরু হয়েছে তৃণমূলকর্মীদের লাগাতার হুমকি। পড়ুয়ার অভিযোগ, হুমকি ফোনও আসতে শুরু করেছে তাঁর মোবাইলে।


গোটা ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্র। কয়েকদিন আগেই ফেসবুকে মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর বিরুদ্ধে লেখা পোস্ট করে একইভাবে তৃণমূলকর্মীদের


রোষের মুখে পড়েন মালদারই একটি প্রাইমারি স্কুলের  শিক্ষক কাজল গোস্বামী।


ছাত্রের অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।


বিরোধিতা করলেই শাসকদলের রোষের মুখে পড়তে হচ্ছে  প্রতিবাদীকে। লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। মালদার ঘটনায় প্রতিক্রিয়া মানবাধিকার কর্মী রঞ্জিত শূরের।