ওয়েব ডেস্ক: সারা রাজ্যের বেশ কয়েকটি জেলাতেই বন্যা পরিস্থিতি । প্রায় সব জায়গা থেকেই আসছে দুঃসংবাদ। এরই মাঝে এই খবরটা মর্মান্তিক। বন্যার জেরে বাড়ি ভেঙে মাত্র তিন বছরের এক শিশুর মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের জোতপাট্টায়। মানিকচক ও ধরমপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকাই এই মুহূর্তে জলের তলায় রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো


গত দুদিনে বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে বেশ খানিকটা । গতকাল রাতে বাবা প্রসন্ন মণ্ডল ও মা জল্পনা মণ্ডলের সঙ্গে ঘুমোচ্ছিল তিন বছরের ছোট্ট ওম। আজ ভোর রাতে বাঁশ ও টিনের বাড়িটি ভেঙে পড়ে। মারা যায় ওম।


আরও পড়ুন  স্করপিন ডুবোজাহাজের নকশা সংক্রান্ত আরেক দফা গোপন নথি প্রকাশ!