বীরভূম : কমিশনের নির্দেশে আজ সকাল থেকেই নজরবন্দি অনুব্রত মণ্ডল। তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করেছে নির্বাচন কমিশন। আজ ভোট শেষ হওয়া পর্যন্ত বোলপুরেই থাকতে হবে তাঁকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকাল থেকেই রাজনৈতিক মহলের নজর রয়েছে বীরভূমের তৃণমূল সভাপতির বাড়ির দিকে। তাঁর বাড়ি ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাড়ি ঘিরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।


গত মঙ্গলবার, অনুব্রত মণ্ডল ভোটে বিরোধী এজেন্টদের “গুড়-বাতাসা” খাইয়ে “ম্যাজিক করে ভ্যানিশ” করে দেওয়ার কথা বলেন। তারপরই বিরোধীদের অভিযোগে নড়েচড়ে বসে কমিশন। দ্বিতীয় দফার ভোটের আগে বৃহস্পতিবার রাজ্যে আসে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জইদি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন। কমিশন থেকে জানানো হয়, ১৯ মে পর্যন্ত ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সারাদিন নজরবন্দি থাকবেন অনুব্রত মণ্ডল।