ব্যুরো:তৃণমূল কর্মীদের মারধর করে গ্রাম ছাড়া করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। সিপিএমের অভিযোগ নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে জখম হয়ে, সিপিএমের নামে মিথ্যে অভিযোগ করছে তৃণমূল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পশ্চিমমেদিনীপুরের গোয়ালতোড়ের মাইতা গ্রামে সিপিএম তৃণমূল সংঘর্ষে আহত চার জন তৃণমূল কর্মী। গড়বেতা হাসপাতালে ভর্তি চার তৃণমূল কর্মীর অভিযোগ, গ্রাম ছাড়া করতেই তাদের মারধর করেছে সিপিএম কর্মীরা।


অভিযোগ অস্বীকার করে সিপিএমের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত হয়েছে তৃণমূল কর্মীরা। ঘটনার সূত্রপাত সোমবার রাত্রে। স্থানীয় বাসিন্দাদের দাবি সোমবার তৃণমূলের এক কর্মীকে মারধর করে তৃণমূলেরই কয়েকজন। পরের দিন সেই তৃণমূল কর্মীর সমর্থকরা সিপিএমের কয়েকজনকে সঙ্গে নিয়ে হামলা চালায় সোমবারের আক্রমনকারীদের ওপর।