ওয়েব ডেস্ক: তৃণমূল প্রার্থীর পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ তুলে দল ছাড়লেন হাওড়া জেলা পরিষদের ডেপুটি স্পিকার সরোজ কাঁড়ার। তৃণমূলের ভোটব্যাঙ্ক ভাঙাতে উদয়নারায়ণপুরে তাঁকেই প্রার্থী করল কংগ্রেস। এআইসিসির ই-মেল এসে পৌছেছে সরোজ কাঁড়ারের কাছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সরোজ কাঁড়ার। আট বছর আগে কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে। ভোটের মুখে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ তুলে এবার ছাড়লেন তৃণমূল। ফিরে গেলেন পুরনো দলে। যাঁর বিরুদ্ধে তাঁর অভিযোগ, সেই তৃণমূল প্রার্থী সমীর পাঁজার বিরুদ্ধেই তাঁকে প্রার্থী করল বাম-কংগ্রেস জোট। সরোজের প্রার্থীপদে সবুজ সঙ্কেত দিয়েছে কংগ্রেস হাইকমান্ডও। ভোটের মুখে কেন হঠাত্‍ দলবদল সরোজের? তাঁর দাবি, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই তাঁর লড়াই।


সরোজের সিদ্ধান্তে আদৌ যে তাঁরা বিচলিত নয়, তা স্পষ্ট তৃণমূল প্রার্থীর কথায়। সরোজ কাঁড়ারকে বহিষ্কার করেছে তৃণমূল। ভোটের মুখে সরোজের দলবদলে আদৌ কি বেকায়দায় পড়বে শাসকদল? পরিসংখ্যান অবশ্য বলছে অন্য কথা।


২০১২-র বিধানসভা ভোটে সিপিএম প্রার্থীকে ২৩ হাজার ৮০০ ভোটে হারান সমীর পাঁজা। গত লোকসভা ভোটের নিরিখে উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের লিড ছিল প্রায় ৪৮ হাজার ভোট। এই পরিস্থিতিতে কোন সমীকরণে দল ছাড়লেন সরোজ কাঁড়ার, তা নিয়ে চলছে জল্পনা।