ওয়েব ডেস্ক : ফের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তৃণমূল কগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরনার ঝড়খালি এলাকা। খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিস। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বাড়ির বৌকে খুনের অভিযোগ, চাপা দিতে শ্বশুর বাড়ির গ্রামের মাতব্বররা এক জোট


জানা গেছে, গত কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। আস সেখানে হঠাত্‍ই তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উপকূল থানা এলাকার নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির বাড়িতে চলে বোমাবাজি। বাড়িতে থাকলেও এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান তৃণমূল নেতা অসীম রায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।