দল ঘোষণা করেনি। কিন্তু নিজেই নিজেকে প্রার্থী ঘোষণা করে দিলেন তৃণমূলের কাউন্সিলর। ব্যানার টাঙিয়ে প্রচারেও নেমে পড়েছেন তিনি। হুগলির ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান স্বীকার করে নিয়েছেন, যা হয়েছে তা অবাঞ্ছিত।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটে নেমে জেতার কনফিডেন্স আলাদা। কিন্তু তা বলে দল প্রার্থী করবেই, এমন ওভার-কনফিডেন্স থেকে স্বঘোষিত প্রার্থী হয়ে যাওয়া! হুগলির চুঁচুড়া পুরসভার ঘটনার পুনরাবৃত্তি এবার একই জেলার ভদ্রেশ্বর পুরসভাতেও। চুঁচুড়ায় ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের স্বামী ছিলেন স্বঘোষিত প্রার্থী। তবে চুঁচুড়া পুরসভায় ১৩ নম্বর ওয়ার্ডে, দলের আগে নিজেকে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন খোদ বর্তমান কাউন্সিলরই।  


চুঁচুড়া-প্রসঙ্গ এক্ষেত্রে নিজেই তুলে আনেন কাউন্সিলর রাজকুমার সাহা।  পুরসভার চেয়ারম্যান দীপক চক্রবর্তী অবশ্য জানিয়েছেন, এমন ঘটনা বাঞ্ছনীয় নয়। এর আগে চুঁচুঁড়া-বিতর্কে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ফিরহাদ হাকিম বলতে বাধ্য হন, যা হয়েছে তা অন্যায়। তাঁর দায়িত্বে থাকা জেলাতেই ফের এক ঘটনা নিঃসন্দেহে অস্বস্তি বাড়াল তৃণমূল নেতৃত্বের।