কোচবিহার : ফের শাসকদলের দাদাগিরি। ধৃত মদ্যপ যুবকদের ছেড়ে দেওয়ার দাবিতে SDPO -কে হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি কোচবিহারের চ্যাংড়াবান্ধার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল রাতে রুটিন তল্লাশির সময় চ্যাংড়াবান্ধা বাজার থেকে দুই মদ্যপ যুবককে গ্রেফতার করেন মেখলিগঞ্জের SDPO আশিস পি সুব্বা। এরপরই স্থানীয় তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা গোবিন্দ রায় SDPO -কে ধৃত ওই দুই যুবককে ছেড়ে দিতে বলেন। এই নিয়ে SDPO-র সঙ্গে বচসা বেঁধে যায় তৃণমূল নেতার।


অভিযোগ, সেই সময় তৃণমূল নেতা নিজেও নেতাও মদ্যপ অবস্থায় ছিলেন। এরপরই SDPO-র ওপর চড়াও হন স্থানীয় তৃণমূল কর্মীরা। দুই যুবককে ছেড়ে দেওয়ার দাবিতে শুরু হয় হুমকি। এই ঘটনায় তৃণমূল নেতা গোবিন্দ রায় সহ দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে মেখলিগঞ্জ থানার পুলিস। আজ তাদের মেখলিগঞ্জ আদালতে তোলা হবে।