ওয়েব ডেস্ক : একদিকে দলনেত্রী সরকারের দ্বিতীয় ইনিংস থেকে বলেই চলেছেন গোষ্ঠী সংঘর্ষ বন্ধ করতে হবে। চলবে না তোলাবাজি ও সিন্ডিকেট রাজ। জানতে পারলে পড়তে হতে পারে কোপের মুখে। পার্টির সদস্যপদও হারাতে হতে পারে। কিন্ত, তাতে যে বিশেষ লাভ হয়নি তা কোচবিহারের মেখলিগঞ্জের তৃণমূল কংগ্রেস নেতা কেশব বর্মন হত্যার মধ্যে দিয়েই বোঝা গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ; আক্রান্ত তৃণমূল কংগ্রেস নেতা


কয়েকদিন আগেই মেখলিগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম হন ওই নেতা। স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্ঘ রায় প্রধান গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ হয় জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ অনুগামীদের। সেখানেই গুরুতর আহত হন কেশবচন্দ্র বর্মন। ভোরে নিহত নেতার বাড়িতে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।