বারাকপুরে গোঁজপ্রার্থী সমস্যায় জেরবার তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের ব্যানার পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন দলত্যাগীরা। সিপিআইএম বা বিজেপি নয়। বারাকপুরে জোড়াফুলের সামনে এখন বড় বাধা জোরা পাহাড়।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই প্রতীকেই বারাকপুরে ভোটে লড়ছেন গোঁজপ্রার্থীরা। চব্বিশটির মধ্যে ষোলটি ওয়ার্ডে প্রার্থী দিয়েছেন বিক্ষুব্ধরা।  সোমবার বারাকপুরের বেশ কিছু অঞ্চলে তৃণমূলের ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। এই ঘটনায় গোঁজপ্রার্থীদের কাঠগড়ায় তুলেছে তৃণমূল। তবে এসব অভিযোগ মানতে নারাজ বিক্ষুব্ধ তৃণমূল বাঁচাও কমিটির নেতারা।


গোঁজ সমস্যা নির্মূল করতে ইতিমধ্যেই তিন কাউন্সিলরকে সাসপেন্ড করেছে তৃণমূল। তাতেও অবশ্য বাগে আনা যাচ্ছে না গোঁজ প্রার্থীদের বাড়বাড়ন্তকে।