ওয়েব ডেস্ক: ভোট-যুদ্ধের রাজনীতিতে ডাইনি-অস্ত্র। তৃণমূল সমর্থক হওয়ার অপরাধে এক বৃদ্ধাকে ডাইনি তকমা দিয়ে ঘরছাড়া করার অভিযোগ। কাঠগড়ায় সিপিএম। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। ভোট পরবর্তী হিংসায় অশান্তি বাড়ছে ।হামলা,পাল্টা হামলা,খুন,সংঘর্ষ,ঘর ভাঙচুর। বন্ধ হচ্ছে না প্রতিহিংসার রাজনীতি। সেই তালিকায় নবতম সংযোজন। এবার ডাইনি অপবাদে এক মহিলাকে ঘরছাড়া করার অভিযোগ উঠল। মালদার হবিবপুরের ভোপসা গ্রামের বছর ষাটের সার্লন মাডির অভিযোগ, তৃণমূলের সমর্থক হওয়ায় তাকে ডাইনি অপবাদে ঘরছাড়া করেছে সিপিএম।


মাস খানেক আগে গ্রামে জ্বরের প্রকোপ দেখা দেয়। মহিলার অভিযোগ সেই ছুতোয় তার গায়ে ডাইনি তকমা সেঁটে দেয় গ্রামের সিপিএম নেতা,মাতব্বররা। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। গোটা ঘটনা জানিয়ে জেলা পুলিস সুপারের দ্বারস্থ হয়েছেন প্রৌড়া সার্লন মাডি।