দুর্গাপুরের কাঁকসায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
দুর্গাপুরের কাঁকসায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। পঞ্চায়েত সমিতির সদস্য অজয় মজুমদারকে মারধরের অভিযোগ উঠল আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। কাঁকসার প্রাক্তন ব্লক সভাপতি ও জেলা পরিষদের দেবদাস মজুমদারের বিরুদ্ধে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ ছিল। তার প্রতিবাদ করায় অজয় মজুমদারকে চার-পাঁচ জন মারধর করে বলে অভিযোগ। কাঁকসা থানা একজনকে গ্রেফতার করেছে।
ওয়েব ডেস্ক: দুর্গাপুরের কাঁকসায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। পঞ্চায়েত সমিতির সদস্য অজয় মজুমদারকে মারধরের অভিযোগ উঠল আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। কাঁকসার প্রাক্তন ব্লক সভাপতি ও জেলা পরিষদের দেবদাস মজুমদারের বিরুদ্ধে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ ছিল। তার প্রতিবাদ করায় অজয় মজুমদারকে চার-পাঁচ জন মারধর করে বলে অভিযোগ। কাঁকসা থানা একজনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন সচিন-দীপা নিজেরা 'ভুল' করে সবাইকে আবারও শেখালেন, উপহার দেওয়ার নিয়ম
অন্যদিকে আজই, ফের উত্তপ্ত কেশপুর। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হল দামোদরচক এলাকা। এলাকায় তৃণমূলের দুই নেতা সঞ্জয় পাল ও মঈনুদ্দিন আহমেদের অনুগামীদের বিরোধী দীর্ঘদিনের। আজ সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপক্ষের মধ্যে গুলিবিনিময় ও বোমাবাজি চলে। চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
আরও পড়ুন ভারত, নিউজিল্যান্ড মুখোমুখিতে এক ইনিংসে বেশি রানের রেকর্ড বেশি কার?