ফের উত্তপ্ত কেশপুর, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল দামোদরচক এলাকা
পুজোর দিনগুলোতেও একটু শান্তি নেই। কারণ, ফের উত্তপ্ত কেশপুর। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হল দামোদরচক এলাকা। এলাকায় তৃণমূলের দুই নেতা সঞ্জয় পাল ও মঈনুদ্দিন আহমেদের অনুগামীদের বিরোধী দীর্ঘদিনের। আজ সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপক্ষের মধ্যে গুলিবিনিময় ও বোমাবাজি চলে। চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
ওয়েব ডেস্ক: পুজোর দিনগুলোতেও একটু শান্তি নেই। কারণ, ফের উত্তপ্ত কেশপুর। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হল দামোদরচক এলাকা। এলাকায় তৃণমূলের দুই নেতা সঞ্জয় পাল ও মঈনুদ্দিন আহমেদের অনুগামীদের বিরোধী দীর্ঘদিনের। আজ সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপক্ষের মধ্যে গুলিবিনিময় ও বোমাবাজি চলে। চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
আরও পড়ুন সচিন-দীপা নিজেরা 'ভুল' করে সবাইকে আবারও শেখালেন, উপহার দেওয়ার নিয়ম
তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। কেশপুরে গোষ্ঠী সংঘর্ষের খবর তার কাছে নেই বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। কেশপুরের দুই বিবদমান নেতা সঞ্জয় পাল ও মঈনুদ্দিন আহমেদকে ফোনে পাওয়া যায়নি।
আরও পড়ুন লক্ষ্মীপুজোর সকালটা তেতো করে দিল দুটি অস্বস্তিকর ঘটনা