ওয়েব ডেস্ক: পথের বিপদ এড়াতে কোচবিহারে হেলমেট বিলি করল তৃণমূল। সঙ্গে চলল গান্ধীগিরিও। হেলমেটবিহীন বাইক চালকদের হাতে গোলাপ ফুল তুলে দিলেন তৃণমূল কর্মীরা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিবহণ দফতরের  সভায় কয়েক  দিন আগেই এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথ দুর্ঘটনা ঠেকাতে কড়া হওয়ার পরামর্শ দিয়েছিলেন পুলিস প্রশাসনকে। এমনকী  হেলমেট ছাড়া  বাইক  চালানো আটকাতে , বাইক কেনার সময় হেলমেট কেনাও বাধ্যতামূলক করার কথাও বলেছেন । বলেছেন জনসচেতনতা বাড়াতে।  জনসেচনতা বাড়াতে কোচবিহারে পথে নেমে পড়লেন তৃণমূলকর্মীরা।  হেলমেটহীন বাইক আরোহীদের বোঝাতে নিলেন গান্ধি গিরির রাস্তা। 


গোলাপফুল দিয়ে পথের বিপদ বোঝানোর পাশাপাশি একটি করে হেলমেটও দিচ্ছে তৃণমূল। 


হেলমেট ছাড়া পুলিস ধরলে ফাইন। তৃণমুল ধরায় মিলেছে গোলাপফুলের সঙ্গে হেলমেটও। বেশ খুশি বাইক আরোহীরা।