ওয়েব ডেস্ক: তৃণমূলের যুবনেতা খুনে নদিয়ার রানাঘাটে প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল। সকালে ভরা বাজারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি যুব ব্লক প্রেসিডেন্ট অরুণ শিকদারকে।


জানা গিয়েছে, সকালে গাংনাপুরে বাজার করতে গিয়েছিলেন তিনি। খবর পরিবারসূত্রে। এই প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাজারের মধ্যেই তাঁকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। এরপরেই তাঁর মাথায় গুলি করে তারা। মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অরুণের। এরপরেই শাসকদলের অপর শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে রেল অবরোধে বসে তৃণমূলের এক গোষ্ঠী। বিক্ষোভকারীদের অভিযোগ জেলা সভাধিপতি বাণী রায়ের বিরুদ্ধে দলীয় ব্যবস্থার প্রতিহিংসা নিতেই আজ হামলা।