ব্যুরো: আবার মাধ্যমিক। আবার সেই টোকাটুকি। গতবছরের পর এবারও, টুকলি সাপ্লায়ারদের রামরাজত্ব চলল। মাধ্যমিকের দ্বিতীয় দিনে, রাজ্যের বহু জেলায় ধরা পড়েছে গণটোকাটুকির ছবি। পরীক্ষাকেন্দ্রের আশেপাশে দেখা মেলেনি পুলিস কর্মীদের। রুখবে কে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কড়াকড়ির ঘোষণাই সার। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে আটকানো গেল না টোকাটুকি। একাধিক জেলা। এক ছবি।


মালদহ
কার্যত অবাধে চলে টুকলি-সাপ্লাই। মালদার  ইংরেজবাজার ব্লকের দামোদর সান্তা দেবা স্কুলের ছবি এটি। মাধ্যমিক শুরু হতে না হতেই, হাজির এই বন্ধুরা। এই ব্লকের বেশিরভাগ পরীক্ষাকেন্দ্রেই এক ছবি।


মুর্শিদাবাদ  
পিছিয়ে নেই মুর্শিদাবাদের কান্দির বহরা বিদ্যাপীঠও। পরীক্ষা শুরু হতে না হতেই সেখানে গণটোকাটুকির ধুম পড়ে যায়।


আলিপুরদুয়ার
আলিপুরদুয়ারের কালচিনি গারোপাড়া বিধানচন্দ্র হিন্দি হাই স্কুল।পরীক্ষার্থী বন্ধুদের সাহায্য করতে এক্কেবারে স্কুলের পিছনে জঙ্গলে ঘাঁটি গেড়ে বসে, একদল টুকলি সরবরাহকারী। পরীক্ষার হলে বন্ধুদের টুকলি সরবরাহ হল রীতিমতো গেরিলা কায়দায়। এক ঘণ্টা পর থেকে, বাথরমে যাওয়ার নাম করে বেরিয়ে টুকলি নিয়ে আবার হলে ফিরে যান অনেক পরীক্ষার্থী। কালচিনি শঙ্কর নেপালি হাইস্কুলের ছাত্রদের সিট পড়ে এই স্কুলে।


বীরভূম
বীরভূমের রামপুরহাটেও টোকাটুকির রমরমা। রামপুরহাট উচ্চবিদ্যালয় থেকে পাঁচ ও রামপুরহাট মহিলা উচ্চবিদ্যালয় থেকে টোকাটুকিতে সাহায্যের অভিযোগে তিন জনকে আটক করা হয়।