টানা বৃষ্টিতে পাহাড়ে আটকে বহু পর্যটক
পুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে গিয়ে আটকে পড়ছেন বহু পর্যটক। বৃষ্টি আর ধসে বন্ধ রাস্তা। গ্যাংটক বা পেলিংয়েও আটকে অনেকে। তবে উদ্বেগ কিছু নেই। ফেরার জন্য রয়েছে বিকল্প রাস্তা। টানা বৃষ্টির জেরে ধস নেমেছে দশ নম্বর জাতীয় সড়কে। এই রাস্তাই সিকিমের সঙ্গে এ রাজ্যের যোগাযোগের লাইফলাইন। ফলে কার্যত যোগাযোগ বন্ধ সিকিমের সঙ্গে। আর এতে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন, সিকিমে যাওয়া রাজ্যের পর্যটকরা। প্রশ্ন একটাই, কোন পথে শিলিগুড়িতে ফেরা যাবে?
ওয়েব ডেস্ক : পুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে গিয়ে আটকে পড়ছেন বহু পর্যটক। বৃষ্টি আর ধসে বন্ধ রাস্তা। গ্যাংটক বা পেলিংয়েও আটকে অনেকে। তবে উদ্বেগ কিছু নেই। ফেরার জন্য রয়েছে বিকল্প রাস্তা। টানা বৃষ্টির জেরে ধস নেমেছে দশ নম্বর জাতীয় সড়কে। এই রাস্তাই সিকিমের সঙ্গে এ রাজ্যের যোগাযোগের লাইফলাইন। ফলে কার্যত যোগাযোগ বন্ধ সিকিমের সঙ্গে। আর এতে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন, সিকিমে যাওয়া রাজ্যের পর্যটকরা। প্রশ্ন একটাই, কোন পথে শিলিগুড়িতে ফেরা যাবে?
গ্যাংটকের বিকল্প রাস্তা
১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকলেও গ্যাংটক থেকে শিলিগুড়ি ফেরার দুটি বিকল্প পথ রয়েছে। লাভা-লোলেগাঁও, গরুবাথান, সেবক হয়ে শিলিগুড়ি ফেরা যাবে। আর অন্যটি দার্জিলিং হয়ে যে জোড় বাংলো, পেশক, তিস্তা বাজার হয়ে সিকিমের দিকে গিয়েছে তা ধরেও ফেরা যাবে।
মিরিকের বিকল্প রাস্তা
ধসে বিপর্যস্ত মিরিকে যাওয়ার রাস্তাও। সে ক্ষেত্রে পানিঘাটা হয়ে মিরিক থেকে ফেরা যাবে। যদিও ২৫ কিলোমিটার বেশি রাস্তা পড়বে।
পেলিংয়ের বিকল্প রাস্তা
ধসে বন্ধ পেলিং যাওয়ার রাস্তাও। সেখানেও আটকে পড়েছেন বহু পর্যটক। নামচি বাজার, জোরথাং, সিংলাবাজার, জামুনি, তাকদা-র রাস্তা ধরে ফিরতে পারা যাবে পেলিং থেকে।
তবে ঘণ্টা ছ'য়েক বেশি সময় লাগবে।