নোট বাতিল, এটিএমে লাইন থোড়াই কেয়ার, পর্যটকে টইটম্বুর উত্তরবঙ্গ
শীত পড়ুক না পড়ুক। ২৫শে ডিসেম্বরই বড়দিন। নোট বাতিল, এটিএমে লাইন থোড়াই কেয়ার, পর্যটকে টইটম্বুর উত্তরবঙ্গ। এনজেপি স্টেশন পর্যটকদের ভিড়ে থইথই। শুধু আজ নয়, সপ্তাহ খানেক ধরেই আসছেন পর্যটকরা। কেউ যাচ্ছেন পাহাড়ে, কেউ ডুয়ার্স-তরাই-এ।
ওয়েব ডেস্ক: শীত পড়ুক না পড়ুক। ২৫শে ডিসেম্বরই বড়দিন। নোট বাতিল, এটিএমে লাইন থোড়াই কেয়ার, পর্যটকে টইটম্বুর উত্তরবঙ্গ। এনজেপি স্টেশন পর্যটকদের ভিড়ে থইথই। শুধু আজ নয়, সপ্তাহ খানেক ধরেই আসছেন পর্যটকরা। কেউ যাচ্ছেন পাহাড়ে, কেউ ডুয়ার্স-তরাই-এ।
শীত কাছে আসেনি। তাতে কী, শীতের কাছে যেতে ক্ষতি কোথায়। লাভ-লোকসানের হিসেব নিকেষ নয় পর্যটক মন এখন পাহাড় মুখী। শুধু পাহাড় কোথায় ডুয়ার্স-তরাই-এও থইথই ভিড়। প্রতিদিন NJP স্টেশনে ট্রেন থেকে নামছেন হাজারে হাজারে পর্যটক।
আটই নভেম্বর নোট বাতিল। এখন পরিস্থিতি স্বাভাবিক এমনটা নয়। আর এই সময়টাতেই আবার রাজ্যে বিয়ের মরশুম। বিয়ের মরশুম নোট বাতিলে যথেষ্ট প্রভাব পড়েছে এমন অভিযোগ উঠেছে বিস্তর। কিন্তু হনিমুনের ডেস্টিনেশন। আদুরে শীতের আমোদ নিতে নব দম্পতিদের অধিকাংশই নো কম্প্রোমাইজ মুডে। ঠাণ্ডা কুড়োতে পাহাড় ছুটছে তারা। ম্যানেজ হয়ে যাচ্ছে সব কিছু।
দার্জিলিং তো আছেই। তবে এবার যেন বেশি ভিড় ডুয়ার্সে। তিরতিরে ডায়না নদীতে পা ডুবিয়ে দুপুর কেটে যায়। ভুটান পাহাড়ের ওদিক থেকে কাঁপুনি দেওয়া ঠাণ্ডা হাওয়ায় মনে হয়, না, শীতে বেড়ানোটা সার্থক হল। শীত এলেই নিশির ডাকের মত হাতছানি দেয় ডুয়ার্স। গত পাঁচ-ছ বছরে পর্যটকরা ঝেঁটিয়ে ভিড় করছেন গরুমারা, লাটাগুড়িতে। অতএব, অর্থ কিন্তু অনর্থের কারণ হয়ে দাঁড়ায়নি।