ওয়েব ডেস্ক: ভোট আর এক মাসও দেরি নেই। অথচ গোষ্ঠীদ্বন্দ্ব থামার লক্ষণ নেই দক্ষিন দিনাজপুরের গঙ্গারামপুরে। দলের অন্দরের কোন্দল এমন জায়গায় পৌছেছে, দলের এক নেতা অপর নেতার নামে গুলি চালানোর অভিযোগ আনছে।  অবস্থা এমন, বিরোধী নয় দলের অন্তদ্বন্দ্বকেই ভয় পাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। গঙ্গারামপুরে তৃণমূলের ভোট প্রার্থী সত্যেন রায়। তাঁর হয়ে ভোটপ্রচারের মূল দায়িত্বে রয়েছেন দক্ষিণ দিনাজপুর আইএনটিটিইউসির জেলা সম্পাদক মজিরুদ্দিন মণ্ডল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গঙ্গারামপুরের হাপুনিয়া এলাকায় দলের প্রচার সেরে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়। গুলি লাগে মজিরুদ্দিন মণ্ডলের গাড়িতে। আর এই হামলার জন্য দলেরই আরেক নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নুরুল ইসলাম। অভিযোগ এবং অভিযোগ অস্বীকার। দলের মধ্যেই এই দু-পক্ষের প্রকাশ্য গণ্ডগোলে আশঙ্কায় তৃণমূল নেতৃত্ব। গঙ্গারামপুরকে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের গড় বললে ভুল হবে না। বিপ্লব মিত্র নিজে অবশ্য ভোটে দাঁড়িয়েছেন হরিরামপুরে। তবে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান বিপ্লব মিত্রের আরেক ভাই প্রসেনজিত মিত্র। তৃণমূলের অন্দরের খবর বিপ্লব মিত্র এবং তাঁর অনুগামীরা সত্যেন রায়কে গঙ্গারামপুরে মেনে নিতে পারছেন না। সাত্যেন রায়ের অনুগামীরও মানতে নারাজ বিপ্লব মিত্রকে। আর তা নিয়েই অশনীসংকেত দেখছেন তৃণমূলের সাধারণ কর্মীরা।