ওয়েব ডেস্ক: সাংবাদিক পরিচয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে স্টিং অপারেশনের চেষ্টা। এই ঘটনায় আটক করা হয়েছে সুদীপ্ত চক্রবর্তী নামে ছত্তিসগড়ের এক বাসিন্দাকে। নিজেকে ফ্রিলান্স সাংবাদিক বলে দাবি করেছেন ওই ব্যক্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সরকারি কর্মী বা অফিসারদের গাফিলতিতে কড়া পদক্ষেপ নেবে রাজ্য


কোনও স্টিং নয়। রায়পুরের একটি কাগজে জমি-বাড়ি সংক্রান্ত আর্টিক্যাল লেখার জন্যই বিধায়কের বাড়িতে গিয়েছিলেন। জানিয়েছেন সুদীপ্ত চ্যাটার্জি। যদিও তৃণমূল বিধায়কের অভিযোগ, অনুমতি ছাড়াই মোবাইলে তাঁর ছবি এবং  কথপোকথন ভিডিও রেকর্ডিং করছিলেন ওই ব্যক্তি। এরপরেই ষড়যন্ত্রের অভিযোগ তুলে থানায় ফোন করেন বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের অভিযোগের ভিত্তিতে সুদীপ্ত চ্যাটার্জিকে আটক করে পুলিস।


আরও পড়ুন বিদ্যুত্‍-এর দাবিতে অবরোধ ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদের ফারাক্কা