ওয়েব ডেস্ক: ছিটবাসী, এই পরিচয় থেকে মুক্ত হয়ে স্বাধীন নাগরিক হিসেবে ভোট দিতে যাওয়া। এ পথ পেরোতে কম লড়াই করতে হয়নি। তবু প্রথম বার ভোট দিতে যাওয়ার আগে, এদের অনেকের আনন্দে বাধ সাধল আতঙ্ক। অভিযোগ, ভোটের আগে হুমকি-শাসানির। তবে তাঁরাও, দমতে নারাজ। 
নাগরিকত্বের তকমাটুকু পেতেই কেটে গেছে প্রায় সাত দশক। এবার ভারতীয় নাগরিক হিসেবে ভোট দেবেন এরা। 


গতবছর ছিটমহল হস্তান্তরের সময় ভারতের নাগরিকত্ব পান ১৫,৭৮৬ জন। ইতিমধ্যে ভোটাধিকার হাতে পেয়েছেন ৯,৭৭৮ জন। এবার ভোটে কোচবিহারে টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারেন এই ভোটাররাই। যারা জীবনে এই প্রথম ভোট দিচ্ছেন।