ওয়েব ডেস্ক: অনায়াসেই জামিন পেলেন জলপাইগুড়িতে গাড়ির শোরুমে হামলায় দুই অভিযুক্ত। মূল অভিযুক্ত, পঞ্চায়েত সদস্য এখনও অধরা। অন্যদিকে, শোরুম কর্তৃপক্ষের বিরুদ্ধেই থানায় পাল্টা অভিযোগ করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। পুলিসের ওপর চাপ সৃষ্টির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জলপাইগুড়ি শহরের কাছেই গাড়ির শোরুম। শনিবার সেখানে হামলা হয়। কর্তৃপক্ষের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতের দাবি মতো দশ লক্ষ টাকা তোলা ও স্থানীয়দের নিয়োগ না করাতেই হামলা। পঞ্চায়েত সদস্যদের পাল্টা অভিযোগ, একটি ভাঙা কালভার্ট সারানোর দাবিতে যান তাঁরা।


শোরুম কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে প্রশান্ত সরকার ও মিঠু সরকার নামে দুজনকে গ্রেফতার করে পুলিস। তাদের মুক্তির দাবিতে দীর্ঘক্ষণ থানার বাইরে বিক্ষোভ দেখান পঞ্চায়েত প্রধান। তারপর শোরুম মালিক সহ চারজনের বিরুদ্ধে পাল্টা FIR করেন তিনি।


দুই অভিযুক্ত অবশ্য অনায়াসেই জামিন পেয়েছেন। তবে শোরুম কর্তৃপক্ষের FIR-এ মূল অভিযোগ যাঁর বিরুদ্ধে সেই নান্টু দাস এখনও অধরা। তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য।