জালিয়াতি করে জমি বিক্রির কথা সবাই জানেন। কিন্তু জালিয়াতি করে বিক্রি করে দেওয়া হয়েছে আস্ত ২টো গ্রাম। এমন কখনও শুনেছেন! জমি হাঙরদের দৌরাত্ম্যে তাও এখন সম্ভব।  ২৪ ঘণ্টার স্পেশাল রিপোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বারাকপুর দুনম্বর ব্লকের যুগবেড়িয়া ও মুড়াগাছা গ্রাম। কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া এই দুটি গ্রামই বিক্রি হয়ে গিয়েছে। কয়েক মাস ধরে গ্রামের বিঘের পর বিঘে জমি বিক্রি করে দিয়েছেন কেউ বা কারা। আপাত দৃষ্টিতে দেখলে একেবারে ভুতুড়ে কাণ্ড। ডিসেম্বরের প্রথম সপ্তাহ। কয়েকজন গ্রামবাসী স্পিড পোস্টে ডায়েরির ছেঁড়া পাতা পান। প্রথমে আমল দেননি কেউই। তারপরেই আসে  ভূমি ও ভূমি রাজস্ব দফতরের চিঠি। তাতে জমি মিউটেশনের জন্য তলব। তা দেখে তাজ্জব হয়ে যান গ্রামবাসীরা। জমি তো তাঁরা বিক্রি করেননি। তাহলে কে বিক্রি করল জমি?


শুধু বসত বাড়ির জমি বা চাষের জমিই নয়। গ্রামের পঞ্চায়েত অফিস, অবৈতনিক স্কুল, মন্দির, ক্লাবও বিক্রি হয়ে গেছে। এমনকি বিক্রি হয়ে গেছে গ্রামের রাস্তাও।