ওয়েব ডেস্ক: রাজ্যের একুশটি রেল স্টেশনকে স্পর্শকাতর ধরে নিয়ে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। ইন্টিগ্রেটেড সিকিওরিটি স্কিমের মাধ্যমে এই সব স্টেশনে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাওড়া, শিয়ালদহ ছাড়াও এই তালিকায় রয়েছে মাঝেরহাট, দমদম, কলকাতা, বিধাননগর, মালদহ টাউন, আসানসোল, দুর্গাপুরের মতো স্টেশন। জঙ্গলমহলের একাধিক স্টেশনকে এই তালিকায় রাখা হয়েছে।


IB, রাজ্য গোয়েন্দা বিভাগ, RPF ও রাজ্য পুলিসের মিলিত তথ্যের ভিত্তিতেই স্টেশনগুলিকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে।


হাওড়া স্টেশনে জঙ্গি নাশকতার ছক! সতর্ক বার্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার


মনে করা হচ্ছে, চতুর্দিকে সন্ত্রাসবাদী হানার ফলেই এই নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিশেষত, বাংলাদেশ হানার ফলেই নড়েচড়ে বসেছে ভারত সরকার। যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতীক সীমানার অধিকাংশটাই পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে, সেইজন্যই বাংলার প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে।