ওয়েব ডেস্ক: রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত অধীরের খাস তালুক।  বেলডাঙায় বোমা মেরে, গুলি করে খুন করা হল তৃণমূল কর্মীকে। নিহত তৃণমূল কর্মী আচর আলি শেখ।
অভিযোগ কদিন ধরেই এলাকায় রাজনৈতিক গণ্ডগোল চলছিল। বেশ কিছু ঘরছাড়া কর্মীকে গ্রামে ফেরানো নিয়ে অশান্তি চলছিল। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছে শাসকদল।  যদিও দাবি খারিজ করেছে জেলা কংগ্রেস।
মৃত তৃণমূল কংগ্রেস কর্মী বিধানসভা নির্বাচনের আগে সিপিএম ছেড়ে তৃণমূলে আসে। এই কর্মী ঘর ছড়া ছিল। তৃণমূলে যোগদান করেই ঘরে ফেরে।


আরও পড়ুন- অধীরকে তার খাসতালুকেই জোর ধাক্কা দিল জোড়া ফুল


তারপর থেকে গ্রাম অশান্ত হচ্ছিল, অভিযোগ একদল দুষ্কৃতী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গ্রাম জুড়ে তাণ্ডব চালাত, বোমাবাজি ছিল প্রত্যেক দিনের ঘটনা। পুলিসের দ্বারস্থ হয়ে কোনও লাভ হয়নি। আজ সকালে বোমাবাজি শুরু হয়, বাজারে আসার সময় তাকে লক্ষ করে চলে গুলিও।


আরও পড়ুন- তৃণমূল নেতার ভয়ে গ্রাম ছেড়ে নৌকায় বাস করছেন উত্তর ভাটোরার বহু পরিবার