তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত জয়নগর
ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। অভিযোগ, মঙ্গলবার রাতে বেলেন দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব রঘুনাথপুর গ্রামে শাসক দলের প্রবীণ নেতা গৌর সরকারের এক অনুগামীর বাড়িতে হামলা চালায় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের অনুগামীরা। ওসমান মোল্লার বাড়িতে ভাঙচুর ও লুঠপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর মারধর করা হয় বলেও অভিযোগ।
ওয়েব ডেস্ক: ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। অভিযোগ, মঙ্গলবার রাতে বেলেন দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব রঘুনাথপুর গ্রামে শাসক দলের প্রবীণ নেতা গৌর সরকারের এক অনুগামীর বাড়িতে হামলা চালায় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের অনুগামীরা। ওসমান মোল্লার বাড়িতে ভাঙচুর ও লুঠপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর মারধর করা হয় বলেও অভিযোগ।
ঘটনায় ২ মহিলা সহ জখম হন পাঁচজন। তাঁরা হাসপাতালে ভর্তি। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিস। গ্রামে মোতায়েন পুলিস পিকেট। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক বিশ্বনাথ দাস। তাঁর দাবি, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। (আরও পড়ুন- আজ থেকে শুরু মাধ্যমিক)