ওয়েব ডেস্ক: হিংসা, রাজনৈতিক দলাদলি, আক্রমণ-পাল্টা আক্রমণ। ঠিক যেন ভোটের সমার্থক। অশান্তি দেখেশুনে বীতশ্রদ্ধ অনেকেই। অনেক সময় প্রতিবাদের নামে, ভোট পর্যন্ত পড়ে না। তবে, এদের সবার চেয়ে আলাদা, খড়দার কুদরুস আলি। তিনি শেখালেন, গণতন্ত্রে অধিকার রক্ষার মন্ত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গণতন্ত্রে ভোটাধিকার মাস্ট। একথা জানেন এরা। গ্রামের ছা পোষা, দিন আনা-দিন খাওয়া পরিবারের এই মানুষগুলির কাছে, ভোট গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার ছাড়বেন না বলেই, পোলিও আক্রান্ত ছেলের হাত ধরে তাঁকে বুথে নিয়ে এলেন মা।
 
হাঁটা চলা ঠিকমতো শেখার আগেই, স্বাভাবিক জীবনযাপনে থাবা বসায় পোলিও। এরপর থেকে জীবনটা শুধুই লড়াই, খড়দার শহরপুরের কুদরুস আলির কাছে। তা বলে ভোটাধিকার প্রয়োগ করবেন না, তা কি হয়! মায়ের হাত ধরে তাই পৌছে যান বুথে।


নিজের হাতে পারেননি কুদরুস। তবে তাঁর হয়ে ভোট দিয়ে দিয়েছেন মা'ই।