ওয়েব ডেস্ক: রাজনৈতিক হিংসায় ফের রক্তাক্ত মালদহ। বৈষ্ণবনগরের কুম্ভিরায় রাতে প্রকাশ্যে বোমবাজি। ঘটনাস্থলেই  মৃত্যু দুজনের। 


পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। বোমার আঘাতে গুরুতর জখম হয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আরও দুই।  ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিস।  মৃতরা সকলেই তাঁদের কর্মী বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি প্রকাশ্যে কংগ্রেসকে ভোট দেবে না বলাতেই রাতে বাড়ি ফেরার পথে জৈনপুরে সিমু শেখ এবং তাঁর দলবলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেইসময়েই বোমাবাজিতে মৃত্যু হয় সিমু শেখ , আকবর শেখ এবং কাজল শেখের।  তবে বোমা বাঁধতে গিয়ে বিপত্তির আশঙ্কাও এখনও উড়িয়ে দিচ্ছে না পুলিস।