ওয়েব ডেস্ক: ভোটের পরে হিংসা বহু এলাকায়। তেমনই হিংসার খবর এসেছে, ভোট এখনও হয়নি এমন এলাকা থেকেও। কোথাও আক্রান্ত বিরোধীরা। কোথাও হামলার টার্গেট শাসক দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মৃত্যু ঘিরে রাজনীতি
মৃত্যুর পরেও ছাড় নেই।  তৃণমূল বলে, এ আমার। বিজেপি বলে, আমার। হুগলির জাঙ্গিপাড়ার রথতলায়, রঞ্জিত পাত্রের মৃত্যু ঘিরে চলল এমনই কাজিয়া। উঠছে খুনের অভিযোগ। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও তৃণমূল নেতৃত্ব তা উড়িয়ে দিয়েছে।


কোচবিহার (উত্তর)
কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে প্রচার  মিছিলে হামলার অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী পরিমল বর্মণ। তাঁর দাবি, বামপন্থী শ্রমিক সংগঠনের অফিস থেকে ছোড়া ঢিলে, দলের এক কর্মী আহত হন। বামেরা অভিযোগ অস্বীকার করেছে।


পঞ্চসায়র, দঃ ২৪ পরগনা
ভোট ঘোষণার পর থেকেই প্রত্যেক রাতে তৃণমূলের বাইক বাহিনীর দাপট চলছে। অভিযোগ, পঞ্চসায়রের শহীদ স্মৃতি কলোনির বাসিন্দাদের। এ নিয়ে পুলিসে লিখিত অভিযোগ হয়েছে। এলাকায় মোতায়েন হয়েছে প্রচুর পুলিস। তবুও দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী। অভিযোগ স্থানীয়দের।


হুগলি, পান্ডুয়া
দেওয়াল লেখা নিয়ে সিপিএম-তৃণমূল মারামারিতে উত্তেজনা ছড়াল পান্ডুয়ার বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের ঠান্ডা বাগান গ্রামে।  তিন তৃণমূল কর্মী ভর্তি হাসপাতালে।


কামারহাটি
কামারহাটিতে আক্রান্ত সিপিএম। এসএফআইয়ের এক নেত্রী সহ জখম পাঁচ কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে সিপিএম।  অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।


উলুবেড়িয়া
বিজেপির বুথ কমিটির সভাপতিকে মারধরের ঘটনা ঘটেছে উলুবেড়িয়ার একুশ নম্বর ওয়ার্ডে। বিজেপির অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল।