কাল, বৃহস্পতিবার শহরে ভোট। কলকাতার পাশাপাশি ভোট বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। মোট ৬২টি আসনে ভোটগ্রহণ হবে। কাল ভোটে বড় পরীক্ষার মুখে জোট। কারণ কালই ভোট অধীর চৌধুরীর দূর্গ মুর্শিদাবাদে। নদিয়ায় জোটের সঙ্গে কড়া টক্কর তৃণমূলের। বর্ধমানে শাসকের সঙ্গে সমানে সমানে লড়াই জোটের। দেখে নেওয়া যাক কাল কোথায় কোথায় ভোট---


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা (৭) - চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া।


বর্ধমান (১৬)-- খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।


মুর্শিদাবাদ (২২)- ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞাঁ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি।


নদিয়া (১৭) - করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা।