কলকাতা:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা: বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারিতে ভর্তি করে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। কয়েক কোটি টাকা হাতিয়ে চম্পট দিল প্রতারকরা। ঘটনার কথা জানাজানি হতেই মাথায় হাত প্রতারিতদের। কারণ কেউ দিয়েছিলেন ১৩ লক্ষ টাকা, কেউ আবার ২০ লক্ষ।  


জয়েন্ট এন্ট্রান্সে সুযোগ মেলেনি?  কিন্তু ডাক্তারি নিয়ে পড়তে চান? মুশকিল আসান সুদেষ্ণা রায় এবং কমল প্রসাদ। তবে কমপক্ষে ১৩ লক্ষ টাকা দিতে হবে। টাকা দিলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি নিয়ে পড়াশোনার সুযোগ করে দেবেন এই দুজন। সল্টলেকের বি এল ৩২৫ ঠিকানায় অফিসও খুলেছিলেন তাঁরা। টাকা দিয়েছিলেন অনেকেই।  কিন্তু বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করে দেওয়া তো দূরের কথা, কয়েক কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছেন সুদেষ্ণা রায় এবং কমল প্রসাদ।


বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।