ওয়েব ডেস্ক: জলের দাবিতে বিক্ষোভ-আন্দোলনে ফের উত্তাল পুরুলিয়া। একে গরম। তার ওপর জলের জন্য বাড়ছে হাহাকার।  জলের দাবিতে বিক্ষোভ-আন্দোলনে ফের উত্তাল পুরুলিয়া। জল সরবরাহ তলানিতে এসে ঠেকেছে। পুরসভার গাফিলতিতে ভুগতে হচ্ছে পুরুলিয়াবাসীকে। অভিযোগ বিরোধীদের। এই ইস্যুতেই আজ পুরসভায় বিক্ষোভ হয়। উত্তেজনা চরমে ওঠে।


পুলিস-আন্দোলনকারী হাতাহাতি বেঁধে যায়। একইসঙ্গে শাসক দলের কর্মীরাও তাঁদের ওপর চড়াও হয়। অভিযোগ বিক্ষোভকারীদের। এরপরই কংগ্রেস-সিপিএম কর্মীরা পুরসভা ছেড়ে বাইরে এসে পথ অবরোধও করেন। কিছুক্ষণের জন্য থানার সামনেও বিক্ষোভ-অবরোধ হয়। শেষপর্যন্ত পুলিসি মধ্যস্থতায় পরিস্থিতি আয়ত্ত্বে আসে।