ওয়েব ডেস্ক: বিজেপি বনাম বিজেপি। ৩ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগ আনল রাজ্য বিজেপি। অরুণ জেটলি, রাজনাথ সিং, পীযুষ গোয়েলের বিরুদ্ধে তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগ উঠল। দলের সাংগঠনিক বৈঠকে যেন রাজনাথরা যোগ না দেন। কেন্দ্রীয় নেতৃত্বকে এই বার্তাই পৌছে দিল রাজ্য বিজেপি। খবর রাজ্য বিজেপি সূত্রে।


আরও পড়ুন- তাপসের গ্রেফতারি নিয়ে ডেরেক উবাচঃ


এদিকে, গতকাল বছরের শেষ রাতে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর টুইট, পঞ্চাশ দিনের যন্ত্রণার পর দেশ কী পেল? কত  কালো টাকা উদ্ধার হল? কালো টাকা উদ্ধারের মূল প্রয়াস থেকে সরে গেছেন প্রধানমন্ত্রী। প্রধামন্ত্রীর বক্তব্য শুনে মনে হল বাজেট  অধিবেশনের আগে অর্থমন্ত্রী বলছেন।


আরও পড়ুন- তাপস পাল ছাড়াও অনেক তৃণমূল নেতা রোজভ্যালিতে যুক্ত, অভিযোগে জয়নগরে বিজেপির বিক্ষোভ