ওয়েব ডেস্ক: বসন্তের শুরুতেও ভরপুর শীতের আমেজ। গোটা শীতকালেই সেভাবে দেখা পাওয়া যায়নি তার। মানে ঠাণ্ডার। একটু আধটু কুয়াশা। কিন্তু তাতে ঠাণ্ডা ছিল না সেভাবে। কিন্তু বিদায়বেলায় হঠাই ঘুরে দাঁড়াল শীত। একধাক্কায় তাপমাত্রা নামল ৭ ডিগ্রি। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল যা ছিল ২৫.১ ডিগ্রি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নদিয়ার ধুবুলিয়া মাইকের আওয়াজ নিয়ন্ত্রণের অনুরোধে যুবকের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি, অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত প্রধান


হাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেই অক্ষরেখা আস্তে আস্তে সরে যাচ্ছে। তারই প্রভাবে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। যার রেশ থাকতে পারে আরও দু’একটা দিন। তারপরেই পাওয়া যাবে নিখাদ বসন্তের আমেজ।


আরও পড়ুন  ২৪ ঘণ্টার খবরের জের, উত্তর দিনাজপুরের সাবধান হাইস্কুলে তদন্তে রাজ্য সংখ্যালঘু বিত্ত নিগমের তদন্তকারী দল