ওয়েব ডেস্ক: গরমে দুর্বিষহ পরিস্থিতি। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে লু বওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বৃষ্টির কোনও আশাই নেই। ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে এমনই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


৫৪ সালের পর রাজ্যে এমন গরম পড়েনি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে, আজই মৌসুমী বায়ুর পূর্বাভাস জারি করবে দিল্লির মৌসম ভবন। তীব্র জলকষ্টে ভুগছে দেশের পশ্চিমাঞ্চল। মহারাষ্ট্রে খরার পরিস্থিতি। সেই পরিস্থিতি মৌসম ভবন জানাবে এবছর বৃষ্টির পরিমাণ কেমন হবে।