ওয়েব ডেস্ক: বাঁকুড়ার রাইপুরে তৃণমূল নেতা অনিল মাহাত খুনের ঘটনায় দলেরই বিরোধী গোষ্ঠীর সাতজনকে দায়ী করলেন নিহতের স্ত্রী সুলেখা মাহাত। ওই সাতজনের নামে রাইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাঁকুড়ায় তৃণমূল নেতা জগবন্ধু মাহাতো দলে অনিল মাহাতোর বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত। জগবন্ধু মাহাতোর ঘনিষ্ঠ সাতজনের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন নিহতের স্ত্রী। যদিও তদন্তের স্বার্থে ওই সাতজনের নাম জানাতে চায়নি পুলিস। অনিল মাহাতো খুনের ঘটনায় ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে  নিহতের দেহরক্ষী বিশ্বজিত রজককে। গোটা ঘটনার তদন্তে খাতড়ার এসডিপিওর নেতৃত্ব বিশেষ তদন্তকারী দল গঠন করেছে বাঁকুড়া জেলা পুলিস।


আরও পড়ুন- সিঙ্গুর এখন মহাব্যস্ত, আজ ফের সেখানে যাচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম


বাঁকুড়ায় মটগদার পার্টি অফিসের মধ্যেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় অনিল মাহাতোকে। তিনি ছিলেন রায়পুর বল্ক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি।