ওয়েব ডেস্ক: মদের দোকানে টাকা না দেওয়া নিয়ে বচসা। তার জেরে গুলি চালিয়ে দিল এক দুষ্কৃতী। পেটে গুলির ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি মদের দোকানের কর্মচারী।


হাওড়ার পাঁচলার জয়নগরের ঘটনা। অভিযোগ, ৫ দুষ্কৃতী একটি অনুমতিপ্রাপ্ত মদের দোকান থেকে মদ কেনে। দোকানী টাকা চাইলে তা দিতে অস্বীকার করে তারা। রাগে মইনুদ্দিন নামে এক দুষ্কৃতী রিভলভার থেকে গুলি চালিয়ে দেয়। আহত হন কর্মচারী গুরুপদ ঘোষাল। তাঁকে প্রথমে গাববেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ার রেফার করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। মদের দোকানে দাঁড়িয়ে কয়েকজন লোক মইনুদ্দিনকে ধরে ফেলে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। বাকি ৪ দুষ্কৃতী পলাতক।