বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টের সামনে কর্মীবিক্ষোভ
দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টের সামনে ফের বিক্ষোভে শ্রমিক সংগঠনগুলি। গত ডিসেম্বরে সংস্থা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। অকশনের জন্য মুম্বই স্টক এক্সচেঞ্জকে জানিয়ে দেয় দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট বোর্ড। জানিয়ে দেওয়া হয় বিলগ্নিকরণ নিয়ে কেন্দ্র ও SAIL বোর্ডের অনুমোদনের কথা। এরপরই বিক্ষোভ শুরু করে শ্রমিক সংগঠনগুলি। সেই বিক্ষোভ উঠেও যায়।
ওয়েব ডেস্ক : দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টের সামনে ফের বিক্ষোভে শ্রমিক সংগঠনগুলি। গত ডিসেম্বরে সংস্থা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। অকশনের জন্য মুম্বই স্টক এক্সচেঞ্জকে জানিয়ে দেয় দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট বোর্ড। জানিয়ে দেওয়া হয় বিলগ্নিকরণ নিয়ে কেন্দ্র ও SAIL বোর্ডের অনুমোদনের কথা। এরপরই বিক্ষোভ শুরু করে শ্রমিক সংগঠনগুলি। সেই বিক্ষোভ উঠেও যায়।
আরও পড়ুন- যাত্রা দেখতে গিয়ে কিশোরীকে হতে হল ধর্ষণের শিকার
আজ সকাল থেকে ফের শুরু হয়েছে বিক্ষোভ। বিক্ষোভের জেরে কারখানা গেটের বাইরে ঘেরাও হয়ে পড়েন একাধিক আধিকারিক। এই কারখানায় প্রায় ১ হাজার ৪০০ জন স্থায়ী ও ঠিকা শ্রমিক। ঘটনাস্থলে রয়েছে CISF জওয়ানরা। রয়েছে দুর্গাপুর থানার পুলিস।