ওয়েব ডেস্ক : দাম্পত্য কলহ মেটাতে তৃণমূল নেতাদের সালিশি। মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী যুবক।  জামুরিয়ার কেন্দা ফাঁড়ির ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিকাশ গোপের নামে ওই যুবকের সঙ্গে বেশকিছুদিন ধরেই ঝামেলা চলছিল তাঁর স্ত্রীর। অভিযোগ, কলহ মেটাতে মঙ্গলবার স্থানীয় তৃণমূল কার্যালয়ে বসে সালিশি সভা। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মনা সেনগুপ্ত ও তার সাঙ্গপাঙ্গরা। সালিশিতে সিদ্ধান্ত হয়, বিকাশের স্ত্রী ছ মাস বাপের বাড়ি থাকবে। তারপর ফিরিয়ে আনতে হবে। ফের অত্যাচারের অভিযোগ উঠলে বিকাশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  


সভা চলাকালীনই উধাও হয়ে যান যুবক। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। বিকাশের বাবার অভিযোগ,সালিশি সভার মানসিক চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছে ছেলে। তাঁর অভিযোগের তির তৃণমূল নেতা মনা সেনগুপ্তের দিকে। যদিও, অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।


আরও পড়ুন, বিকল ইউনিট, CESC এলাকায় ব্যাপক বিদ্যুত বিভ্রাট