ওয়েব ডেস্ক: মায়ের সঙ্গে আলাপ করাবার নাম করে জঙ্গলে নিয়ে গিয়ে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। দুর্গাপুরের আমড়াই গ্রামের ঘটনা। বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। মোবাইল ফোনের সূত্র ধরে শুক্রবার রাতে গ্রেফতার করা হয় পাঁচ যুবককে। তরুণীর সঙ্গে ফোনে আলাপ হয় অভিযুক্তের।


"বিয়ে করব, মা দেখা করতে চেয়েছেন'। এই কথাগুলিতে বিশ্বাস করে অন্ধকার রাত্রে বেরিয়েছিলেন দুর্গাপুরের এই তরুণী। অভিযোগ, সেই সুযোগে তরুণীকে গণধর্ষণ করে প্রেমিক ও প্রেমিকের চার বন্ধু। দুর্গাপুরের রঘুনাথপুরের বাসিন্দা এই তরুণী দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পাঁচ যুবককে। পুলিসের দাবি, জেরায় ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে ধৃতেরা।