নারদ তদন্তে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের ED-র

নারদ মামলায় সিবিআইয়ের পর এবার তদন্ত শুরু করল ইডি। স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরটের তরফে। মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ১২ জন তৃণমূলের নেতানেত্রী, একজন IPS অফিসার ও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে ইডি।

Updated By: Apr 28, 2017, 01:00 PM IST
নারদ তদন্তে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের ED-র

ওয়েব ডেস্ক : নারদ মামলায় সিবিআইয়ের পর এবার তদন্ত শুরু করল ইডি। স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরটের তরফে। মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ১২ জন তৃণমূলের নেতানেত্রী, একজন IPS অফিসার ও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে ইডি।

প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এই মামলা রুজু হয়েছে। এক্ষেত্রে আর্থিক তছরূপ হয়েছে বলে ইডি মনে করছে, তাই এই মামলা। ইডির জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। টাকা কোথা থেকে এসেছিল, কোথায় গেল, কারা লাভবান হল, এই সমস্ত দিক খতিয়ে দেখবে ইডি।

আরও পড়ুন, পুরনো কয়েন বাতিল? বাজারে আসছে নয়া ২টি কয়েন!

.