ঘুমে দুঃস্বপ্ন এলে সিংহ কী করে দেখেছেন?

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা মানুষের অভ্যাস। সহজাত পক্রিয়ায় মানুষ স্বপ্ন দেখেন। কখনও তার স্বপ্ন তাকে শিহরিত করে আবার কখনও সেই স্বপ্নে ঘুম ভেঙে শরীর থেকে ঝরে ঘাম। দুঃস্বপ্ন। মানুষের জীবনে স্বপ্ন এবং দুঃস্বপ্ন হাত ধরাধরি করেই বাস করে। আচ্ছা, ভেবে দেখেছেন, মানুষ ছাড়া অন্য কোনও প্রাণী স্বপ্ন দেখে কিনা? যদি তাদের ঘুমে দুঃস্বপ্ন আসে তাহলে তাদের অভিব্যাক্তি কেমন হয়। কীভাবে তাদের শরীর প্রতিক্রিয়া করে? দেখুন এমনই এক ভিডিও যেখানে সিংহ দুঃস্বপ্ন দেখে যা অভিব্যাক্তি দিল-  

Updated By: Nov 27, 2016, 04:47 PM IST
ঘুমে দুঃস্বপ্ন এলে সিংহ কী করে দেখেছেন?

ওয়েব ডেস্ক: ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা মানুষের অভ্যাস। সহজাত পক্রিয়ায় মানুষ স্বপ্ন দেখেন। কখনও তার স্বপ্ন তাকে শিহরিত করে আবার কখনও সেই স্বপ্নে ঘুম ভেঙে শরীর থেকে ঝরে ঘাম। দুঃস্বপ্ন। মানুষের জীবনে স্বপ্ন এবং দুঃস্বপ্ন হাত ধরাধরি করেই বাস করে। আচ্ছা, ভেবে দেখেছেন, মানুষ ছাড়া অন্য কোনও প্রাণী স্বপ্ন দেখে কিনা? যদি তাদের ঘুমে দুঃস্বপ্ন আসে তাহলে তাদের অভিব্যাক্তি কেমন হয়। কীভাবে তাদের শরীর প্রতিক্রিয়া করে? দেখুন এমনই এক ভিডিও যেখানে সিংহ দুঃস্বপ্ন দেখে যা অভিব্যাক্তি দিল-  

 

 

.